
আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.) : আত্মনির্ভর ত্রিপুরা গঠনে রাবার শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। বুধবার রাজধানী আগরতলায় প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত রাবার ন্যাশনাল অ্যাওয়ার্ড –এর উদ্বোধন করে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের সচিব কিরণ গিত্তে, রাবার উৎপাদন কমিশনার এন. সালি, রাবার বোর্ডের নির্বাহী পরিচালক এম. বসন্তগেসান সহ অন্যান্য আধিকারিকরা। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী সান্ত্বনা চাকমা।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী জানান, রাবার উৎপাদনে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। রাজ্যের রাবার শিল্পকে আরও এগিয়ে নিতে এবং এই খাতে যুক্ত কৃষক ও উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আশাবাদী, অদূর ভবিষ্যতে আত্মনির্ভর ত্রিপুরা গঠনে রাবার শিল্প একটি মুখ্য ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের ক্ষেত্রে রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ‘এমরুব’-এর মাধ্যমে সর্বাধিক লেনদেন করার জন্য প্রদান করা হয় এমরুব বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড। পাশাপাশি পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র।
রাবার শিল্পের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি ও উৎপাদকদের উৎসাহ প্রদান—সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ