প্রাণী সম্পদ দফতরের উন্নয়ন কাজ খতিয়ে দেখতে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক
আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.) : ২০২৫-২৬ অর্থ বর্ষে বাজেট বরাদ্দের মাধ্যমে প্রাণী সম্পদ খাতে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। দফতরের কনফারেন্স হলে অনুষ
পর্যালোচনা বৈঠক


আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.) : ২০২৫-২৬ অর্থ বর্ষে বাজেট বরাদ্দের মাধ্যমে প্রাণী সম্পদ খাতে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। দফতরের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই দ্বিতীয় পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন দফতরের সচিব দীপা ডি নায়ার, অধিকর্তা নীরজ কুমার চঞ্চলসহ জেলা ও রাজ্যস্তরের আধিকারিকরা।

বৈঠকে চলতি অর্থবর্ষে বাজেট থেকে প্রাপ্ত অর্থে যে উন্নয়নমূলক প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে এবং কোন কোন কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রকল্প থেকে পাওয়া অতিরিক্ত অর্থের ব্যয়, অব্যয়িত তহবিল ও কাজের সার্বিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী সুধাংশু দাস জানান, চলতি সময়ে প্রাণী সম্পদ বিকাশ দফতর বিভিন্ন টিকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে এবং এই কর্মসূচিগুলির অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও বৈঠকে বিশেষভাবে আলোচনা হয়েছে। মানুষের কাছে দফতরের উন্নয়নমূলক কাজগুলি কতটা পৌঁছাতে পেরেছে, তাও পর্যালোচনা করা হয়।

দফতরের বিভিন্ন প্রকল্পের কাজে আরও গতি আনতে বৈঠকে জেলা ও রাজ্য পর্যায়ের আধিকারিকদের মতামত আহ্বান করা হয়। তাদের মতামত বিশ্লেষণ করে আগামী দিনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে দফতর সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande