
আগ্রা, ২০ নভেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র জন ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প জুনিয়র) স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে তাজমহল ঘুরে দেখলেন। তাঁদের সফর ঘিরে তাজ মহল চত্বরে ছিল কড়া নিরাপত্তা। মোতায়েন ছিল প্রায় দুশো পুলিশকর্মী। সতর্ক ছিল গোয়েন্দা বিভাগও। এদিন দুপুরে বিমানবন্দরে নেমে শহরের একটি পাঁচতারা হোটেলে বিশ্রাম নেন জন ট্রাম্প ও তাঁর স্ত্রী। সেখান থেকে তাঁরা তাজমহলের ভিতরে প্রবেশ করেন। স্ত্রীর সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে।
প্রসঙ্গত , মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পরিবার-সহ বৃহস্পতিবার দুপুরে বিশেষ বিমানে আগ্রা পৌঁছন। তাজমহলের সৌন্দর্য উপভোগ করতেই এখানে তাঁর এই আগমন। জানা গেছে, উদয়পুরে এক বন্ধুর বিয়েতে যোগ দিতে ভারতে এসেছেন তিনি; তার আগে পরিবারের সঙ্গে আগ্রায় সময় কাটান ট্রাম্প–পুত্র।
উল্লেখ্য, ২০২০ সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জ্যারেড কুশনারকে নিয়ে তাজমহল পরিদর্শন করেছিলেন। কিন্তু সেসময় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র উপস্থিত ছিলেন না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য