ইডির নামে ভুয়ো সমন রুখতে পদক্ষেপ, সতর্কতা প্রচার অর্থমন্ত্রীর দফতরের
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): ইডির নামে ভুয়ো সমন দিয়ে প্রতারণা বা তোলাবাজি রুখতে পদক্ষেপ করেছে সরকার। আসলের মতো দেখতে নকল সমন যাতে মানুষ যাচাই করতে পারেন, সে জন্য ইডি এখন কিউআর কোড ও অনন্য পাসকোড দিয়ে সমন জারি করে। ইডির ওয়েবসাইটে গিয়ে সেগুলি যাচাই
ইডির নামে ভুয়ো সমন রুখতে পদক্ষেপ, সতর্কতা প্রচার অর্থমন্ত্রীর দফতরের


নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): ইডির নামে ভুয়ো সমন দিয়ে প্রতারণা বা তোলাবাজি রুখতে পদক্ষেপ করেছে সরকার। আসলের মতো দেখতে নকল সমন যাতে মানুষ যাচাই করতে পারেন, সে জন্য ইডি এখন কিউআর কোড ও অনন্য পাসকোড দিয়ে সমন জারি করে। ইডির ওয়েবসাইটে গিয়ে সেগুলি যাচাই করা যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দফতর থেকে এক্স হ্যান্ডলে এই মর্মে সতর্কতা প্রচার করা হয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দফতর থেকে জানানো হয়েছে, প্রতারণা বা তোলাবাজির উদ্দেশ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নামে ভুয়ো সমন সংক্রান্ত খবরের প্রেক্ষিতে, এর সত্যতা যাচাই করতে নাগরিকদের সহায়তা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে ইডি। এই জাল সমনগুলি প্রায়শই ইডি-র আসল নোটিশের মতো হয়, যার ফলে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য, ইডি এখন একটি কিউআর কোড এবং একটি অনন্য পাসকোড সহ সিস্টেম-জেনারেটেড সমন জারি করে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর জারি করা সমনগুলি মুদ্রিত কিউআর কোড ব্যবহার করে বা ইডি-র অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে যাচাই করা যেতে পারে।

এর সঙ্গে আমজনতাকে ও সতর্ক করা হয়েছে যে, ইডি ডিজিটাল গ্রেফতার করে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande