
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই ঘটনায় আরও ৪ অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা । এই নিয়ে বিস্ফোরণ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬ ।
উল্লেখ্য, চলতি মাসে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে । এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, অভিযুক্তরা হল জম্মু ও কাশ্মীরের ডাঃ মুজাম্মিল শাকিল গণাই, ডাঃ আদিল আহমেদ রাথের এবং মুফতি ইরফান আহমেদ ওয়াগে এবং উত্তর প্রদেশের ডাঃ শাহীন সাইদ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা