
ভোপাল, ২০ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে পাঁচটি শাবকের জন্ম দিল ভারতে জন্মানো মুখী নামের একটি চিতা বাঘ। কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ঐতিহাসিক মাইলফলক! ভারতীয় বংশোদ্ভূত চিতা মুখী পাঁচটি শাবকের জন্ম দিয়েছে।
মা ও শাবকদের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-ও। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ভারতের চিতা পরিবার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে আমাদের মধ্যপ্রদেশের গর্বও বৃদ্ধি পাচ্ছে! প্রথম ভারতে জন্মগ্রহণকারী চিতা বাঘ মুখী কুনোয় পাঁচটি শাবক জন্ম দিয়েছে। এটি প্রজেক্ট চিতার জন্য একটি গর্বিত পদক্ষেপ। এটি একটি সুন্দর, অভূতপূর্ব সাফল্য, যা আমাদের দেশের বন্যপ্রাণের ঐতিহ্যকে মজবুত করে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ভারতীয় বংশোদ্ভূত চিতা মুখী পাঁচটি শাবকের জন্ম দিয়েছে, যা একটি ঐতিহাসিক মাইলফলক। মা এবং শাবকগুলি ভালো আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ