
ইমফল, ২০ নভেম্বর (হি.স.) : ঠাসা কার্যসূচি নিয়ে তিনদিনের সফরে মণিপুরের রাজধানী ইমফল পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত।
আজ বৃহস্পতিবার গুয়াহাটি (অসমের রাজধানী) থেকে সকাল ১০:১৫ মিনিটে রাজধানী ইমফল শহর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন সংঘ-প্ৰধান ডা. মোহন ভাগবত। বিমান-বন্দর থেকে তাঁকে সোজা নিয়ে আসা হয়েছে আরএসএস-এর প্ৰদেশে সদর দফতরে।
আরএসএস-এর প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখের কাছে জানা গেছে, ত্রিদিবসীয় সফরের কার্যসূচি শুরু হবে আজ থেকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি এবং সাংঠনিক কাজকৰ্মের সম্প্রসারণ, সংকল্প সহ ‘শাখা’-র মাধ্যমে কাৰ্যকৰ্তা নিৰ্মাণ, চরিত্র গঠন, পঞ্চ পরিবর্তন এবং জাতীয় ঐক্যের মতো বিষয়ের ওপর সংঘের প্রচারক, বিবিধ ক্ষেত্রের অধিকারী এবং বিভিন্ন স্তরের পদাধিকারীদের সঙ্গে পূর্ব নির্ধারিত দফায় দফায় বৈঠক করবেন ডা. ভাগবত। তবে সংঘ-প্রধানের বিবিধ কার্যক্রম-সূচির মধ্যে রাজ্যের রাজনৈতিক বা জাতিগত উত্তেজনার সাথে জড়িত কোনও বিষয় নেই বলে স্পষ্ট করেছেন প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ।
তিনি জানান, আরএসএস-এর শতবৰ্ষ পূৰ্তি উপলক্ষ্যে গৃহীত 'পঞ্চ পরিবর্তন' প্রচারাভিযানকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নাগরিকদের ঘরে ঘরে গিয়ে এ সম্পর্কিত পুস্তিকা বিতরণ ইত্যাদি নানা বিষয়ে দিশাদৰ্শন করবেন সরসংঘচালক। তিনি বলেন, সংঘের লক্ষ্য হলো, দেশে ঐক্যবদ্ধ এবং গুণবত্তা-সম্পন্ন সমাজ তৈরি করা। এক দেশ এক জাতি ধারণাকে শক্তিশালী করা।
আজ ইমফলের কনজেং লেইকাইতে উদ্যোক্তা এবং বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় করার কথা ডা. ভাগবতের। আগামীকাল শুক্ৰবার রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের শতবৰ্ষ পূর্তি উপলক্ষ্যে নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিবৰ্গ, পত্র-পত্রিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রবন্ধকার, শিল্পপতিদের উপস্থিতিতে আয়োজিত সম্মেলনে বৌদ্ধিক পেশ করবেন সরসংঘচালক ডা. মোহন ভাগবত।
এছাড়া রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের শতাধিক যুব প্রতিনিধির নিয়ে ‘যুব নেতৃত্ব সম্মেলন’-এর আয়োজন করা হয়েছে। যুব নেতৃত্বের সামনে তিনি বৌদ্ধিক পেশের পাশাপাশি মতবিনিময়ের মাধ্যমে সংঘের উদ্দেশ্য এবং কার্যপ্রণালীর বর্ণনা করবেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস