
মউ, ২০ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মউ জেলায় ই-রিক্সা এবং বাসের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪টি শিশু-সহ ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে জেলার দশাই পোখরায়। মউ-এর পুলিশ সুপার জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং শিশুদের চিকিৎসা চলছে।
পুলিশ সুপার এলামারান জি বলেন, “একটি ই-রিক্সা এবং বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ৪টি শিশু আহত হয়েছে। গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। দুর্ঘটনার সময় ই-রিক্সাটিতে ১০ জন যাত্রী ছিলেন। পুলিশ সরকারি বাসটি আটক করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা