
পানাজি, ২০ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান বৃহস্পতিবার গোয়ার পানাজিতে ৫৬-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব -এ ওয়েভস ফিল্ম বাজার ২০২৫ উদ্বোধন করেন। ফিল্ম ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজকদের জন্য এটি একটি মিলনস্থল হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ মুরুগান বলেন, ওয়েভস ফিল্ম বাজার নির্মাতা এবং বিশ্বের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে। তিনি এটিকে তরুণ মন এবং নতুন নির্মাতাদের জন্য একটি মঞ্চ বলে অভিহিত করেন, যারা বিশ্বের কাছে ভারতীয় বিষয়বস্তু এবং গল্প বলার উপস্থাপনা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা