
জয়পুর, ২০ নভেম্বর (হি.স.): জয়পুরে যুব কংগ্রেসের বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। রাজস্থান যুব কংগ্রেসের বিক্ষোভকারী কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। বৃহস্পতিবার জয়পুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস। সাম্প্রতিক নির্বাচনে ভোট চুরি, কৃষক সমস্যা এবং বেকারত্বের অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ দেখান।
ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু ছিব বলেন, আমরা ভীত নই। আমরা দেশের গণতন্ত্রকে ধ্বংস হতে দেব না। ভারতের যুব কংগ্রেসের প্রতিটি যুবক দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা