
ভূজ, ২১ নভেম্বর (হি.স.): বিএসএফ-এর ৬১তম রাইজিং ডে-তে শুক্রবার গুজরাটের ভূজে বিএসএফ ক্যাম্পে পৌঁছন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ জওয়ানদের স্মরণ করেন। সঙ্গে বলেন, জঙ্গিরা বুঝে গিয়েছে, ভারতের সীমান্ত পেরোলে কিংবা সুরক্ষা বিপন্ন করার চেষ্টা করলে যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা।
তিনি বলেছেন, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান, অথবা দুর্যোগ ত্রাণ, যাই হোক না কেন, বিএসএফ সর্বদা সাহসিকতা ও বীরত্বের উদাহরণ দিয়েছেন। এই দিনে আমি বাহিনীর সেই সব সাহসী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। দেশ চিরকাল এই অমর শহীদদের কাছে ঋণী থাকবে, বার্তা দেন অমিত শাহ। জওয়ানদের কাছ থেকে তিনি অভিবাদন গ্রহণ করেন।
ভূজের হরিপারে ১৭৬তম ব্যাটালিয়ন ক্যাম্পাসে বিএসএফের ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে, বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার কারণে পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় যুদ্ধবিরতি ঘোষণা করে। অমিত শাহ বিএসএফের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, নকশাল-প্রভাবিত এলাকায় বিএসএফের অসংখ্য সাফল্য রয়েছে... আমরা ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে এই দেশকে নকশালবাদ থেকে চিরতরে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ... সমগ্র তিরুপতি থেকে পশুপতি করিডোর সুরক্ষিত করা হবে... ছত্তিশগড়ে বিএসএফ-এর কাছে ১২৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে, বিএসএফ ৭৩ জন মাওবাদীকে গ্রেফতার করেছে এবং ২২ জন মাওবাদীকে নিকেশ করেছে। ১২,৯৫,০০০ কোটি টাকার এবং ১৮,০০০ কেজি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে বিএসএফ। আজ, দেশের সমস্ত সীমান্তে অনুপ্রবেশ বন্ধে বিএসএফ নিয়োজিত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ