বিহার নবনির্মাণ সঙ্কল্প অভিযানের ঘোষণা প্রশান্ত কিশোরের
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে ফের এনডিএ-র মন্ত্রিসভায় শপথ নেওয়ার পরেই নতুন সঙ্কল্প নিয়ে পথে নামার ঘোষণা করে দিলেন জন সুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর (পি কে)। রাজ্যে গত তিন বছর ধরে ‘বিহার বদলাও যাত্রা’ করেছিলেন প্রা
প্রশান্ত কিশোর


নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে ফের এনডিএ-র মন্ত্রিসভায় শপথ নেওয়ার পরেই নতুন সঙ্কল্প নিয়ে পথে নামার ঘোষণা করে দিলেন জন সুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর (পি কে)। রাজ্যে গত তিন বছর ধরে ‘বিহার বদলাও যাত্রা’ করেছিলেন প্রাক্তন ভোট-কুশলী পি কে। প্রচারে ভাল সাড়া মিললেও বিধানসভা ভোটে কোনও আসন পায়নি তাঁর দল। ‘আত্মসমীক্ষা’র প্রতীক হিসেবে পশ্চিম চম্পারনের ভিতিহরওয়া আশ্রমে এক দিনের ‘মৌন উপবাস’ কর্মসূচিতে বসেছিলেন পি কে। এ বার ভোটে লড়েছিল জন সুরজ, স্কুলের পড়ুয়ারাই শুক্রবার ফলের রস খাইয়ে পি কে-র উপবাস ভঙ্গ করেছে।

পরে পি কে বলেছেন, প্রত্যাশিত ফল আমরা পাইনি। কিন্তু বসে থাকলে চলবে না। গান্ধীজি’র প্রেরণায় নতুন সঙ্কল্প নিয়ে পথে নামব। আগামী ১৫ জানুয়ারি থেকে ‘বিহার নবনির্মাণ সঙ্কল্প অভিযানে’ রাজ্যের মোট এক লক্ষ ১৮ হাজার ওয়ার্ডে গিয়ে জনসংযোগ করা হবে। পি কে-র মতে, বিহারের গরিব পরিবারগুলির কাছে সরকারের তরফে যে ভাবে ভোটের মুখে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে, তাতেই মূলত নির্বাচনের ফল প্রভাবিত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande