অন্ধ্রপ্রদেশে লালচন্দন রক্ষায় বরাদ্দ প্রায় ৪০ কোটি টাকা
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : লালচন্দন সংরক্ষণে অন্ধ্রপ্রদেশকে প্রায় ৪০ কোটি টাকা (আদতে ৩৯.৮৪ কোটি টাকা) দিল জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ (এনবিবিএ)। এর মধ্যে ৩৮.৩৬ কোটি যাবে অন্ধ্রপ্রদেশে রাজ্যের বন দফতরের কাছে, বাকিটা দেওয়া হবে রাজ্য জীববৈচিত্র্
অন্ধ্রপ্রদেশে লালচন্দন রক্ষায় কেন্দ্রের বরাদ্দ ৩৯.৮৪ কোটি টাকা


নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : লালচন্দন সংরক্ষণে অন্ধ্রপ্রদেশকে প্রায় ৪০ কোটি টাকা (আদতে ৩৯.৮৪ কোটি টাকা) দিল জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ (এনবিবিএ)। এর মধ্যে ৩৮.৩৬ কোটি যাবে অন্ধ্রপ্রদেশে রাজ্যের বন দফতরের কাছে, বাকিটা দেওয়া হবে রাজ্য জীববৈচিত্র্য বোর্ডকে। যা জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের এক বড় মাইলফলক।

পূর্বঘাট পর্বতের অনন্তপুর, চিত্তুর, কুড্ডাপা, প্রকাশম এবং কুর্নুল জেলার কয়েকটি নির্দিষ্ট অঞ্চলেই হয় লালচন্দন। নিলাম বা বাজেয়াপ্ত কাঠের নিয়ন্ত্রিত বিক্রয় থেকে বন বিভাগ ৮৭.৬৮ কোটি টাকা লাভ করেছে। সেই টাকাই এখন ফিরছে সংরক্ষণে। নতুন বরাদ্দে বন দফতর দক্ষতা বৃদ্ধি, নজরদারি ও নিরাপত্তা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি মনিটরিং বাড়াতে পারবে। এছাড়া এক লক্ষ লালচন্দন চারাগাছ রোপণ–এর প্রকল্প অনুমোদন করেছে কর্তৃপক্ষ। যার জন্য বরাদ্দ ২ কোটি টাকা। এগুলি পরে কৃষকদের দেওয়া হবে, যাতে নির্দিষ্ট অঞ্চলের বাইরেও এর বিস্তার করা যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande