
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শুক্রবার তিমারপুরের জেজে ক্লাস্টারের সঞ্জয় বস্তিতে অটল ক্যান্টিন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ক্যান্টিন দরিদ্রদের জন্য ৫ টাকায় পুষ্টিকর খাবার সরবরাহ করবে। সরকার দিল্লি জুড়ে এই ধরণের ১০০টি ক্যান্টিন খোলার পরিকল্পনা করেছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার তাদের ইশতেহারে দিল্লিতে অটল ক্যান্টিন খোলার প্রতিশ্রুতি দিয়েছিল, আজ তা পূরণের দিকে আরো একধাপ এগোলো।
দিল্লিতে এই ‘অটল ক্যান্টিন’-এ গরিব মানুষ পেট ভরা খাবার পাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে আগামী ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে শুরু হবে ‘অটল ক্যান্টিন স্কিম’। পাঁচ টাকায় পুষ্টিকর ও পেট ভরা খাবার মিলবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আগেই জানিয়েছিলেন এই প্রকল্পের সম্পর্কে। তিনি জানিয়েছিলেন, নিম্নবিত্ত, গরিব খেটে খাওয়া, রিকশাচালক, কর্মজীবী মানুষ ও দরিদ্ররা যাতে সাশ্রয়ী মূল্যে, পুষ্টিকর খাবার খেতে পারেন, তার জন্য ‘অটল ক্যান্টিন স্কিম’।
এদিন তিনি বলেন, এই প্রকল্পে কোনওরকম অনিয়মের সম্ভাবনা দূর করতে সম্পূর্ণ খাদ্য বিতরণ প্রক্রিয়াটি একটি ডিজিটাল টোকেন সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে। এতে ম্যানুয়াল কুপন অনুমোদিত হবে না। সমস্ত খাদ্য বিতরণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়াও রান্নাঘরগুলি আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত থাকবে। যার মধ্যে রয়েছে এলপিজি গ্যাসে রান্নার ব্যবস্থা, পরিশুদ্ধ জল ইত্যাদি।
মুখ্যমন্ত্রী এদিন এও বলেন, অটল ক্যান্টিন প্রকল্পের উদ্দেশ্য হল দিল্লির কোনও নাগরিক যাতে ক্ষুধার্ত হয়ে না ঘুমাতে যায়, তা নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পটি কেবল খাদ্যের ব্যবস্থা নয়, বরং একটি মর্যাদাপূর্ণ জীবন এবং সামাজিক সমতার দিকে একটি সুনির্দিষ্ট প্রচেষ্টা। এই অনুষ্ঠানে সাংসদ মনোজ তিওয়ারি, দিল্লির মন্ত্রী আশিস সুদ, বিধায়ক সূর্য প্রকাশ খত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ