
কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় মোড় ঘোরানো পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। যাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন অথবা হননি, তাঁরা সকলেই ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন।
শুক্রবারের প্রাথমিক পর্যবেক্ষণে এ কথা জানান বিচারপতি বিশ্বজিৎ বসু। কোন পদ্ধতিতে, কাকে কত নম্বর দেওয়া হবে সেবিষয়ে আগামী সোমবার আদালতে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
মামলাকারীদের দাবি, ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষায় মোট ৪৭টি প্রশ্নের উত্তর ভুল নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলা এখনও বিচারাধীন। রাজ্যের দু’টি বিশ্ববিদ্যালয় – প্রেসিডেন্সি ও যাদবপুরের বিশেষজ্ঞ শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছিল সমাধানের জন্য।
শুক্রবার ২০১৭ এবং ২০২২ এর টেটের প্রশ্ন ভুল মামলায় হাই কোর্টে রিপোর্ট জমা দিয়েছে আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, যাঁরা আদালতে এসেছেন এবং যাঁরা আদালতে আসেননি প্রত্যেকে ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত