‘খুব খারাপ’ দিল্লির বাতাস, উদ্বিগ্ন রাজধানীর বাসিন্দারা
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): যত শীত পড়ছে ততই খারাপ হচ্ছে দিল্লির বাতাসের মান। শুক্রবার সকাল ৮টার তথ্য অনুযায়ী, এদিন দিল্লির বাতাসের গড় গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ৩৭০। এই নিয়ে টানা আট দিন দিল্লির বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’
দিল্লির বাতাস


নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): যত শীত পড়ছে ততই খারাপ হচ্ছে দিল্লির বাতাসের মান। শুক্রবার সকাল ৮টার তথ্য অনুযায়ী, এদিন দিল্লির বাতাসের গড় গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ৩৭০। এই নিয়ে টানা আট দিন দিল্লির বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’ রইল। বুধবার এই মাত্রা ছিল ৩৯২। তার তুলনায় একিউআই কিছুটা কমলেও এখনও যথেষ্ট খারাপ বাতাসের অবস্থা।

শুক্রবার সকালে দিল্লির ১৮টি মনিটরিং স্টেশনের রিডিংয়ে দেখা যায় একিউআই ৪০০ ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তথ্য অনুযায়ী, আনন্দ বিহার এলাকার একিউআই ৪১৮, অশোক বিহারের ৪১১, রোহিণী এলাকায় ৪২৪, আর কে পুরমে ৪০১ একিউআই পরিমাপ করা হয়েছে।

উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande