শিক্ষাই মানব সভ্যতার মূল ভিত্তি : যোগী আদিত্যনাথ
লখনউ, ২১ নভেম্বর (হি. স.) : বিশ্বের ২৫০ কোটিরও বেশি শিশুর জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা দরকার। অতিরিক্ত শিক্ষার চাপে যেন শিশুরা হারিয়ে না যায়। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র- সব ক্ষেত্রেই মূল ভিত্তি হল শিক্ষা। তিনি বলেন, ‘বসুধৈব কুটুম্বকম’। অর্থা
যোগী আদিত্যনাথ


লখনউ, ২১ নভেম্বর (হি. স.) : বিশ্বের ২৫০ কোটিরও বেশি শিশুর জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা দরকার। অতিরিক্ত শিক্ষার চাপে যেন শিশুরা হারিয়ে না যায়। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র- সব ক্ষেত্রেই মূল ভিত্তি হল শিক্ষা।

তিনি বলেন, ‘বসুধৈব কুটুম্বকম’। অর্থাৎ, গোটা বিশ্ব একটি পরিবার। এই বিশ্বাসই ভারতবর্ষের হাজার বছরের পুরনো মন্ত্র। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, বিশ্বের মূল সমস্যাগুলির কারণ নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার অভাব। ব্যক্তিগত বা রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে অনেক সময় আলোচনা বন্ধ করে দেওয়া হয়। সেটি সমস্যা সমাধানের পথ নয়। এই আন্তর্জাতিক সম্মেলন সেই আলোচনার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, যে কোনও সংকটে ভারত সবসময় বিশ্বকে সাহায্য করে এসেছে। এমনকী কেউ কেউ ভারতের ক্ষতি করলেও, তাদের বিপদের সময় মুখ ফিরিয়ে থাকেনি এই দেশ। ভারতের মূল ধর্মই হল মানবতা।শুক্রবার সিটি মন্টেশরি স্কুল আয়োজিত ২৬তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ চিফ জাস্টিসেস অফ দ্য ওয়ার্ল্ড -এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এ কথা বলেন যোগী আদিত্যনাথ ।

যোগীর মতে, সংঘাতপূর্ণ বিশ্বে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের কথা প্রায়ই গুরুত্বহীন হয়ে পড়ে। জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এবং সাইবার অপরাধের মতো সমস্যা আজ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘প্রতিবেশীর ঘরে আগুন লাগলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন না।’ এই সমস্যাগুলি সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।

মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে এই সম্মেলন থেকে ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করার বার্তা জাতিসংঘের কাছে পৌঁছবে। তিনি বিশ্বজুড়ে শান্তি ও ভ্রাতৃত্ব প্রসারের ওপর জোর দেন। অনুষ্ঠানে সিএমএস স্কুলের শিক্ষার্থীরা মডেল ইউনাইটেড নেশনস সেশন এবং সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande