আর্থিক সাহায্য দিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তৃণমূল সাংসদ
পাথরপ্রতিমা, ২১ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর স্কুল মোড়ে রাতের দিকে দুষ্কৃতীদের লাগানো আগুনে দোকানঘর, ঘর পুড়ে যাওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সাধারণ
তৃণমূল কংগ্রেস সাংসদের আর্থিক সাহায্য প্রদান


পাথরপ্রতিমা, ২১ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর স্কুল মোড়ে রাতের দিকে দুষ্কৃতীদের লাগানো আগুনে দোকানঘর, ঘর পুড়ে যাওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদের বার্তা নিয়ে স্থানীয় বিধায়ক সমীর কুমার জানাকে সঙ্গে করে শুক্রবার দুপুরেই ঘটনাস্থলে পৌঁছান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। সেখানে উপস্থিত ছিলেন কাকদ্বীপের এসডিপিও বিশ্বজিৎ নস্কর, সি আই কাকদ্বীপ সুমন দাস, পাথরপ্রতিমা থানার ওসি পার্থ সরকার। ঘটনাস্থল পরিদর্শন করার পর ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেওয়ার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আর্থিক সাহায্য তাদের হাতে তুলে দেন তিনি। এরপর এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি জানান। এরপর সাংসদ বাপি হালদার বলেন, ঘটনাটি খুব দুঃখজনক ও নিন্দনীয়। তা নজরে আসার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ঘটনাস্থলে পৌঁছেছি। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য তিনি আর্থিক সাহায্য পাঠিয়েছেন। সেটা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দ্রুত গ্রেফতার করা হবে। ক্ষতিগ্রস্তদের কিভাবে আরো সাহায্য করা যায় তার চেষ্টা করা হবে। তৃণমূল মানুষের পাশে থাকে। আমরাও মানুষের পাশে রয়েছি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande