(আপডেট) দুবাইতে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান ‘তেজস’, মৃত পাইলট
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন ভেঙে পড়ল যুদ্ধবিমান তেজস। স্থানীয় সময় অনুসারে, শুক্রবার দুপুর ২টো ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট। ভারতীয় বায়ুসেনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আজ দুবাইয়
(আপডেট) দুবাইতে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান ‘তেজস’, মৃত পাইলট


নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন ভেঙে পড়ল যুদ্ধবিমান তেজস। স্থানীয় সময় অনুসারে, শুক্রবার দুপুর ২টো ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট।

ভারতীয় বায়ুসেনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আজ দুবাইয়ে এয়ার শো হচ্ছিল৷ সেই সময় বায়ুসেনার একটি তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনা ঘটে৷ গুরুতর জখম পাইলটের মৃত্যু হয়েছে৷ এই প্রাণহানিতে ভারতীয় বায়ুসেনা শোকাহত ৷ এই দুঃসময়ে মৃতের পরিবারের পাশে রয়েছে সেনা৷ কেন এই দুর্ঘটনা ঘটল, তার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার সামনে নিজের উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande