
ঝাড়গ্রাম, ২১ নভেম্বর (হি. স.) :আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ - সামনে রেখে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের রান্টুয়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গুরুত্বপূর্ণ আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি টিঙ্কু পাল, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, অঞ্চল সভাপতি বৈকুণ্ঠ শীট, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পুষ্প নায়েক, মনোজ দণ্ডপাঠ সহ দলীয় নেতৃত্বরা। এদিনের সভায় টিঙ্কু পাল জানান, যেসব ভোটার এখনও এসআইআর ফর্ম জমা দেননি, তাঁদের দ্রুততার সঙ্গে ফর্ম জমা করাতে হবে এবং কোনও ভোটারের ফর্ম পূরণ যাতে বাদ না যায় তা সুনিশ্চিত করতে হবে। এক সঙ্গে ভোটারদের বাড়িতে পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো, তাঁদের অভাব - অভিযোগ শোনা ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতেই গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের বঞ্চনার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকান্ড মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন দলীয় নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত