চ্যাংরাবান্ধায় পুকুর থেকে উদ্ধার অবৈধ পেট্রোল বোঝাই প্রচুর ড্রাম
চ্যাংরাবান্ধা, ২১ নভেম্বর (হি. স.) : কোচবিহারের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড়কামাত এলাকায় বৃহস্পতিবার রাতে পেট্রোল বোঝাই ট্যাংকারে আগুন লাগে। এরপর শুক্রবার মেখলিগঞ্জ থানার পুলিশ বড়কামাত এলাকার একটি পুকুর থেকে পেট্রোল বোঝাই প্রচুর ড্রাম উদ্
চ্যাংরাবান্ধায় পুকুর থেকে উদ্ধার অবৈধ পেট্রোল বোঝাই প্রচুর ড্রাম


চ্যাংরাবান্ধা, ২১ নভেম্বর (হি. স.) : কোচবিহারের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড়কামাত এলাকায় বৃহস্পতিবার রাতে পেট্রোল বোঝাই ট্যাংকারে আগুন লাগে। এরপর শুক্রবার মেখলিগঞ্জ থানার পুলিশ বড়কামাত এলাকার একটি পুকুর থেকে পেট্রোল বোঝাই প্রচুর ড্রাম উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকে এখানে তেলের অবৈধ কারবার চলে আসছে। রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী পেট্রোলের ট্যাংকার থামিয়ে চোরাই তেলের কারবারিরা পেট্রোল সংগ্রহ করে। সেই পেট্রোল দোকানে ও বাড়িতে মজুত রেখে চড়া দামে বিক্রি করা হয়। এই কারবারের শিকড় জামালদহ অবধি ছড়িয়েছে।

বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডের পর মেখলিগঞ্জ থানার পুলিশ বড়কামাত এলাকায় একটি পুকুর থেকে প্রচুর পরিমাণে পেট্রোলের ড্রাম উদ্ধার করে।

এদিন মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, মোট ৮টি ড্রাম এখনও অবধি উদ্ধার হয়েছে। অবৈধ কারবারের তদন্তে ভাগ্য বর্মন নামে একজনের নাম উঠে এসেছে। ওই ব্যক্তি ও তার বাড়ির লোক পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande