নিখোঁজ নাবালিকার দেহ মিলল বাড়ির পেছনের কুয়োতে
অনুপপুর, ২১ নভেম্বর (হি.স.) : তিন দিন ধরে নিখোঁজ থাকা ১৪ বছরের এক নাবালিকার দেহ মিলল তার বাড়ির ঠিক পেছনের কুয়োতে। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অন্তর্গত লামাটোলার এলাকার
নিখোঁজ নাবালিকার দেহ মিলল বাড়ির পেছনের কুয়োতে


অনুপপুর, ২১ নভেম্বর (হি.স.) : তিন দিন ধরে নিখোঁজ থাকা ১৪ বছরের এক নাবালিকার দেহ মিলল তার বাড়ির ঠিক পেছনের কুয়োতে। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অন্তর্গত লামাটোলার এলাকার বাসিন্দা প্রভা দ্বিবেদী ১৯ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল। মা মোবাইল ফোন ব্যবহার করতে বারণ করায় অভিমান করেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বলে পরিবারের দাবি। নিঁখোজ হওয়ার অভিযোগও করা হয়েছিল।

শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পৌঁছে কুয়ো থেকে দেহ উদ্ধার করে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান , মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। কুয়োতে পড়ে যাওয়া, নাকি অন্য কোনও রহস্য সব কিছুই ময়নাতদন্তের রিপোর্টের ওপর নির্ভর করছে। তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande