১০৩ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার নেপালি যুবক
আরারিয়া, ১৯ নভেম্বর (হি.স.) : ভারত-নেপাল সীমান্তে অবস্থিত জোগবানীর টিকুলিয়া বস্তি ক্রমেই ‘সুখা নেশা’র বড় ঘাঁটিতে পরিণত হচ্ছে। নিয়মিত অভিযান চলে, কিন্তু ব্যবসা থামছে না। তারই মধ্যে শুক্রবার সীমান্ত পেরোতেই ধরা পড়ল নেপালের এক বাসিন্দা। উদ্ধার হয়ে
১০৩ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার নেপালি যুবক


আরারিয়া, ১৯ নভেম্বর (হি.স.) : ভারত-নেপাল সীমান্তে অবস্থিত জোগবানীর টিকুলিয়া বস্তি ক্রমেই ‘সুখা নেশা’র বড় ঘাঁটিতে পরিণত হচ্ছে।

নিয়মিত অভিযান চলে, কিন্তু ব্যবসা থামছে না। তারই মধ্যে শুক্রবার সীমান্ত পেরোতেই ধরা পড়ল নেপালের এক বাসিন্দা। উদ্ধার হয়েছে ১০৩ গ্রাম মাদক (ব্রাউন সুগার) ।

এক পুলিশ আধিকারিক জানান , গোপন সূত্রে খবর পায় টিকুলিয়া বস্তির দিক থেকে মাদক পাচার হতে পারে। তারপরই ভারত–নেপাল সীমান্ত ঘেঁষা বিরাটনগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দারহাইয়া চক এলাকায় নজরদারি বসানো হয়। সেখানেই এক বাইক আরোহীকে থামিয়ে তল্লাশিতে মেলে মাদক (ব্রাউন সুগার) ভর্তি প্যাকেট। পুলিশের জেরায় রাজু বি.কে (৩৯) স্বীকার করেছে সে জোগবানি থেকে মাদক (ব্রাউন সুগার) কিনে নেপালের যুবকদের মধ্যে তা ছড়িয়ে দিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande