মুরাদাবাদে নববিবাহিতার ঝুলন্ত দেহ উদ্ধার
মুরাদাবাদ, ২১ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলায় উদ্ধার নববিবাহিতার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে , শুক্রবার সকালে বিলারি থানার অন্তর্গত এলাকার মহম্মদ সাদিকপুর গ্রামে। নববিবাহিতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র ছ’মাস আগে
মুরাদাবাদে নববিবাহিতার ঝুলন্ত দেহ উদ্ধার


মুরাদাবাদ, ২১ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলায় উদ্ধার নববিবাহিতার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে , শুক্রবার সকালে বিলারি থানার অন্তর্গত এলাকার মহম্মদ সাদিকপুর গ্রামে। নববিবাহিতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র ছ’মাস আগে মুরাদাবাদে তাঁর বিয়ে হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমরোহা জেলার খারসৌলি মিল্ক গ্রামের বাসিন্দা মমতা (২৮)-র বিয়ে হয়েছিল মহম্মদ সাদিকপুর গ্রামের রাজু সিংয়ের সঙ্গে। রাজু হরিয়ানার ভিওয়ানি শহরে মিষ্টির দোকানে কাজ করেন।

এদিন মমতার শ্বশুর হরি সিং এবং শাশুড়ি লক্ষ্মী মাঠে কাজে যান। প্রায় সকাল দশটা নাগাদ বাড়ি ফিরে তাঁরা মমতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা মিলেছে। তবে মমতার বাপের বাড়ির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande