দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিবৃতি প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): শুক্রবার দক্ষিণ আফ্রিকায় রওনা হওয়ার আগে বিবৃতি দিয়ে এই সফর সম্পর্কে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি নেতৃবৃন্দের বিংশতিতম শীর্ষ সম্মেলনে যোগদানের
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): শুক্রবার দক্ষিণ আফ্রিকায় রওনা হওয়ার আগে বিবৃতি দিয়ে এই সফর সম্পর্কে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি নেতৃবৃন্দের বিংশতিতম শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমি মহামান্য সিরিল রামাফোসার আমন্ত্রণে ২১-২৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর করছি।

এটি একটি বিশেষ শীর্ষ সম্মেলন হবে। কারণ এটি আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন। এই শীর্ষ সম্মেলনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলি নিয়ে আলোচনার সুযোগ করে দেবে। এই বছরের জি টোয়েন্টি-র প্রতিপাদ্য বিষয় হল 'সংহতি, সমতা এবং স্থায়িত্ব'।

প্রধানমন্ত্রী এও বলেন, 'বসুধৈব কুটুম্বকম' এবং 'এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ'-এর আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আমি শীর্ষ সম্মেলনে ভারতের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব।

উল্লেখ্য, এই সফরের সময় দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাপচারিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande