শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। ২৩ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে প্রধানমন্ত্রী জোহানেসবার্গে জি টোয়েন্টি নেতৃবৃন্দের বিংশতিতম শিখর সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর চারবার জি টোয়েন্টি শ
Narendra Modi


নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। ২৩ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে প্রধানমন্ত্রী জোহানেসবার্গে জি টোয়েন্টি নেতৃবৃন্দের বিংশতিতম শিখর সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর চারবার জি টোয়েন্টি শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে দক্ষিণী বিশ্বে।

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্মেলনে প্রধানমন্ত্রী জি টোয়েন্টি সম্পর্কে ভারতের বিভিন্ন দৃষ্টিভঙ্গী তুলে ধরবেন। সম্মেলনের তিনটি অধিবেশনেই তাঁর ভাষণ দেওয়ার কথা। শিখর সম্মেলনের ফাঁকে মোদী জোহানেসবার্গে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকা আয়োজিত ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা নেতৃবৃন্দের বৈঠকেও অংশগ্রহণ করবেন।

বিদেশ মন্ত্রকের তরফে এও জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২১ থেকে ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি টোয়েন্টি নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগদান করবেন। এটি হবে প্রধানমন্ত্রীর সরকারিভাবে চতুর্থবার দক্ষিণ আফ্রিকা সফর। এর আগে ২০১৬ সালে দ্বিপাক্ষিক সফর এবং পরে ২০১৮ ও ২০২৩ সালে দুটি ব্রিকস শীর্ষ সম্মেলনের পর এটি হবে দক্ষিণ আফ্রিকায় তাঁর চতুর্থ সফর। আফ্রিকার মাটিতে এটিই প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande