তিরুমালায় ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে পূজার্চনা রাষ্ট্রপতির
তিরুমালা, ২১ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার তিরুমালায় ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি প্রার্থনায় যোগ দেন । প্রথমে তিনি তিরুমালার ক্ষেত্রপালক শ্রী বরাহস্বামী মন্দির পরিদর্শন এবং বিশেষ
তিরুমালায় ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে পূজার্চনা রাষ্ট্রপতির


তিরুমালা, ২১ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার তিরুমালায় ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি প্রার্থনায় যোগ দেন । প্রথমে তিনি তিরুমালার ক্ষেত্রপালক শ্রী বরাহস্বামী মন্দির পরিদর্শন এবং বিশেষ পূজা অর্চনায় যোগ দেন। এরপর তিনি ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর প্রধান মন্দিরে যান। রাষ্ট্রপতি মুর্মু মন্দিরের গর্ভগৃহে প্রবেশের আগে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করেন। তিনি দেশের সকল নাগরিকদের মঙ্গল ও সমৃদ্ধির জন্য শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর কাছে প্রার্থনা করেন। মন্দির কর্তৃপক্ষের তরফে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁরা রাষ্ট্রপতিকে মন্দিরের আচার-অনুষ্ঠান এবং ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি ভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় এদিন জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে দর্শন ও পূজা করেন। তিনি দেশবাসীর মঙ্গল ও সমৃদ্ধির জন্য শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর কাছে প্রার্থনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande