রাজ্যের বিরুদ্ধে ফের অসহযোগিতার অভিযোগ আরভিএনএল-এর
কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। শুক্রবার মামলার শুনানিতে হাই কোর্টে আরভিএনএলের দাবি, রাজ্যের সঙ্গে মেট্রোর বৈঠকের
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল।

শুক্রবার মামলার শুনানিতে হাই কোর্টে আরভিএনএলের দাবি, রাজ্যের সঙ্গে মেট্রোর বৈঠকের পরেও চিংড়িহাটায় শুরু করা যাচ্ছে না মেট্রোর কাজ। যৌথ বৈঠকে সিদ্ধান্তের পরেও রাস্তা বন্ধ করছে না প্রশাসন। আইনজীবীর দাবি, যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল নভেম্বরের শনি ও রবিবার রাস্তা বন্ধ রেখে মেট্রোর কাজ হবে। সেটা কার্যকর না হওয়ায় আটকে আছে মেট্রোর কাজ।

রাজ্যের তরফে জানানো হয়, ইডেনে টেস্ট ম্যাচ এবং ম্যারাথন থেকে রাস্তা বন্ধ করা যাচ্ছে না। আরভিএনএল-কে লিখিত আকারে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande