কলকাতা পুরসভার ব্যর্থতা প্রসঙ্গে মুখর তাপস রায়
Tapas Roy speaks out on Kolkata Municipality's failures.
তাপস রায়


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): কলকাতা পুরসভার সার্বিক ব্যর্থতার ব্যাপারে মুখর হলেন প্রবীণ বিজেপি নেতা তাপস রায়।

শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “কলকাতা পুরসভার অবৈধ বাড়ি নির্মাণ দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি কলকাতায় ভারী বর্ষণ হলে মানুষের মৃত্যু হয়। কারণ এই শহরের জল নিকাশি ব্যবস্থা খুবই শোচনীয়। এছাড়াও কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার কাজকর্মের দিকটিও ধসে পড়ছে। এবং এই কলকতা পুরসভা নিয়োজিত জনস্বাস্থ্য ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি নেই।

তিনি বলেন, চারিদিকে বিভিন্ন জলাশয় বুজিয়ে কলকাতা এবং হাওড়াকে ইট , কাঠ, কংক্রিটের জঙ্গল বানিয়ে দেওয়া হয়েছে। মানুষের বসবাসের উপযোগী পরিবেশ আর নেই। এছাড়াও, সমবায় গুলোয় কোটি কোটি টাকা তছরুপ হচ্ছে। পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আর্থিক তছরুপ হয়নি। পশ্চিমবঙ্গের যত পুরসভা, পুরনিগম রয়েছে সেখানে ঠিকাদারদের দিয়ে কাজ করানো হয় কিন্তু

কন্ট্রাক্টরদের ঠিকাদারদের সেই টাকা দেওয়া হয় না, বরং তাদের শাসানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande