

হাইলাকান্দি (অসম), ২১ নভেম্বর (হি.স.) : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার লালা শহরে ইউনিটি রান শীর্ষক এক পদযাত্রা বের করা হয়।
সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে হাইলাকান্দি জেলার তৃতীয় ইউনিটি রান শীর্ষক পদযাত্রাটি লালা শহরের মেলার মাঠ থেকে শুরু হয়ে পেট্রোল পাম্প সংলগ্ন বাস টার্মিনাস হয়ে পদযাত্রাটি ফের মেলার মাঠে মিলিত হয়।
শুরুতে মেলার মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পেট্রোল পাম্প সংলগ্ন বাস টার্মিনাসে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে দেশের ঐক্য ও সংহতির লক্ষ্যে সুদৃঢ় করতে নানা কার্যক্রম প্রদর্শন করা হয। এছাড়া এ উপলক্ষ্যে এসএইচজি সংগঠনগুলির উৎপাদিত সামগ্রীর একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে লালায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস