কানপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী
কানপুর, ২১ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটে শুক্রবার কানপুরের নওবাস্তা থানার অন্তর্গত এলাকায়। ধৃতদের নাম করণ ও আশীষ। তারা দুজনেই কল্যাণপুরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পিস্তল।
কানপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী


কানপুর, ২১ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটে শুক্রবার কানপুরের নওবাস্তা থানার অন্তর্গত এলাকায়। ধৃতদের নাম করণ ও আশীষ। তারা দুজনেই কল্যাণপুরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পিস্তল।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , শিবরাজপুরের কাকুপুর গ্রামের বাসিন্দা সুনীতা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ , বৃহস্পতিবার বিকেলে যশোদা নগর থেকে ফিরছিলেন অভিযোগকারী। দেবকীনগর মোড়ের কাছে হঠাৎই দুই বাইক আরোহী আসে এবং তাঁর চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। সুনীতার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালায় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে ওই দুই পলাতক দুষ্কৃতীদের হদিস পায় ও তল্লাশি চালায় পুলিশ। পুলিশকে দেখামাত্রই তারা গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে জখম হয় এক দুষ্কৃতী। এরপর ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেফতার করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande