
ফারুখাবাদ, ২১ নভেম্বর (হি.স.) : নাবালিকা ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো তার কাকার বিরূদ্ধে। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের ফারুখাবাদের জাহানগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। অভিযুক্তের নাম শিবজিৎ। ঘটনার পর এখনও পর্যন্ত পলাতক অভিযুক্ত। ইতিমধ্যেই নাবালিকার পরিবারের সদস্যরা ফারুখাবাদ থানায় মামলা দায়ের করেছে ।
শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , অভিযুক্ত শিবজিৎ ওই নাবালিকার পরিবারের আত্মীয়। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিবজিৎ কোনও অজুহাতে ১১ বছর বয়সী ওই নাবালিকাকে গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে। নাবালিকা প্রাণভয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে মেরে ফেলার হুমকি দেয় ও পালিয়ে যায়। এরপর নাবালিকা বাড়ি ফিরে আসে এবং পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। তার অভিযোগের ভিত্তিতে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছে । ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্ত শিবজিৎকে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক