একই পরিবারের চার জনের মৃত্যু গোধরায়
গোধরা, ২১ নভেম্বর (হি.স.) : গভীর রাতে আগুনে ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারালেন একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে গুজরাটের গোধরার বামরৌলি রোডের গঙ্গোত্রী নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রাতের অন্ধকারে শর্ট সার্কিট থেকে আগ
বিয়ে আনন্দ রাতারাতি পরিণত শোকে , একই পরিবারের চার জনের মৃত্যু


গোধরা, ২১ নভেম্বর (হি.স.) : গভীর রাতে আগুনে ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারালেন একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে গুজরাটের গোধরার বামরৌলি রোডের গঙ্গোত্রী নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রাতের অন্ধকারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। চারদিক কাচে ঘেরা থাকার ফলে ধোঁয়া বেরোতে না পেরে মুহূর্তে পুরো বাড়ি ভরে যায় বিষাক্ত ধোঁয়ায়। ঘুমিয়ে থাকা পরিবার কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চার জন। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে চার জনেরই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় মৃত্যু হয়েছে কমলভাই দোশি (৫০), তাঁর স্ত্রী দেবল বেন (৪৫) এবং দুই ছেলে দেব (২৪) ও রাজ দোশির (২২)। শুক্রবার সকালে বড় ছেলের বিয়ের জন্য পরিবারের সবার যাওয়ার কথা ছিল ভালসাদ জেলার ভাপিতে। প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরেই। সেই বাড়িতেই মিলল চারটি নিথর দেহ। মর্মান্তিক ঘটনায় স্তব্ধ গোটা এলাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande