
কদমতলা (ত্রিপুরা), ২১ নভেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৫ বছর বয়সী গৃহবধূ আছমা বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। শুক্রবার সকালে স্বামীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
মৃতার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিতভাবে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে স্বামী পক্ষ। মৃতার স্বামীর নাম সাব উদ্দিন। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল বলে জানা গেছে। দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।
অন্যদিকে স্বামী পক্ষের দাবি, সকালে স্বামী–স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জেরে আছমা নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রথমে শাশুড়ি ছালেহা বেগম গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাঁকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে মৃতার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। আছমার ভাই আছাদ উদ্দিন স্বামী সাব উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
তদন্তের দায়িত্বে রয়েছেন এএসআই ডি.এম. চাকমা। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ফলাফলের ওপর নির্ভর করেই স্পষ্ট হবে, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। ঘটনার পর কালাগাঙ্গেরপাড় এলাকায় নেমে এসেছে গভীর শোক, ক্ষোভ ও উত্তেজনা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ