
আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : শুক্রবার সকাল ১০টা ৮ মিনিটে রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূকম্পনের ফলে রাজ্যজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগরতলা সহ পশ্চিম ত্রিপুরা ও সংলগ্ন জেলাগুলিতে কম্পন অনুভূত হয়।
ভূতাত্ত্বিক দফতর সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা সংলগ্ন অঞ্চল। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হওয়ায় এর প্রভাব উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও অনুভূত হয়। কলকাতা, গুয়াহাটি ও ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়ও কম্পন টের পান সাধারণ মানুষ।
ভূমিকম্প আঘাত হানার সঙ্গে সঙ্গেই বহু মানুষ ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। অনেকেই এই অভিজ্ঞতাকে সাম্প্রতিক সময়ের “সবচেয়ে তীব্র” বলে উল্লেখ করেছেন।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি কমপক্ষে ছয়জন হতাহতের খবর পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ত্রিপুরায় এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও রিপোর্ট পাওয়া যায়নি।
পরিস্থিতি বিবেচনায় সরকারি কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং ভূমিকম্প সুরক্ষা বিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা আবশ্যক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ