আগরতলায় আন্তর্জাতিক হেরিটেজ ফেস্টিভেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : “আমাদের সংস্কৃতিই আমাদের সম্পদ। সংস্কৃতির বিনিময়ই মৈত্রীকে আরও দৃঢ় করে।” – আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত আন্তর্জাতিক হেরিটেজ ফেস্টিভেলের উদ্বোধনকালে এভাবেই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : “আমাদের সংস্কৃতিই আমাদের সম্পদ। সংস্কৃতির বিনিময়ই মৈত্রীকে আরও দৃঢ় করে।” – আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত আন্তর্জাতিক হেরিটেজ ফেস্টিভেলের উদ্বোধনকালে এভাবেই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। যুব বিকাশ কেন্দ্র ও বাজাজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব দেশ-বিদেশের সংস্কৃতির মিলনক্ষেত্র হয়ে উঠেছে।

মুখ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যুব সমাজই সবচেয়ে বড় শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি সংরক্ষণের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারলে ভারত আরও দ্রুত অগ্রগতির শিখরে পৌঁছাবে। তিনি হর ঘর তিরঙ্গা, বন্দে মাতরম সহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, উন্নয়ন ও সংস্কৃতির সমন্বয়েই নতুন ভারতের পথ রচিত হচ্ছে।

ত্রিপুরার উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্র সার্বিক সহযোগিতা করছে। ইতিমধ্যেই ৩০ হাজার কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, যার মধ্যে ত্রিপুরার জন্য বরাদ্দ ১৫০০ কোটি টাকা। শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় থাকায় দেশ-বিদেশ থেকে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি অতিথিদের রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের মন্ত্রী টিংকু রায়, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ডঃ পি কে চক্রবর্তী, দিল্লির যুব বিকাশ কেন্দ্রের সিইও উদয় শংকর সিং, বাজাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান অপূর্ব বাজাজ প্রমুখ। দেশের ২৬টি রাজ্য থেকে ৪০০ জন এবং বিদেশের ৭টি দেশ থেকে ১৭ জন যুব প্রতিনিধি ফেস্টিভেলে অংশগ্রহণ করছেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী ও মণ্ডপ উৎসবের আকর্ষণ বাড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande