ত্রিপুরা মাছ উৎপাদনে স্বনির্ভরতার পথে, আন্তর্জাতিক মৎস্য দিবসে মন্ত্রীর বার্তা
আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : আন্তর্জাতিক মৎস্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরার মৎস্যজীবী ও মৎস্যচাষীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার রাজধানী আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন তিনি। উ
আন্তর্জাতিক মৎস্যদিবস


আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : আন্তর্জাতিক মৎস্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরার মৎস্যজীবী ও মৎস্যচাষীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার রাজধানী আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

১৯৯৭ সাল থেকে প্রতি বছর ২১ নভেম্বর বিশ্ব জুড়ে আন্তর্জাতিক মৎস্য দিবস পালিত হয়ে আসছে। মৎস্যজীবীদের সমস্যা, সমাধান এবং উন্নয়নের লক্ষ্যে সচেতনতা গড়ে তোলাই এই দিবসের উদ্দেশ্য।

মৎস্যমন্ত্রী জানান, মাছ রাজ্যের মানুষের প্রধান খাদ্য। রাজ্যের প্রায় ৯৮ শতাংশ জনগণের পছন্দের খাদ্য মাছ হওয়ায় চাহিদাও অত্যন্ত বেশি। বর্তমানে বছরে রাজ্যে মাছের প্রয়োজন প্রায় ১,২০,০০০ মেট্রিক টন, উৎপাদন হয় প্রায় ৮৯,০০০ মেট্রিক টন। ঘাটতি মেটাতে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে মাছ আমদানি করতে হয়।

তিনি আরও বলেন, রাজ্যকে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার আওতায় একাধিক প্রকল্প বাস্তবায়ন চলছে। মৎস্যজীবীদের নিরলস প্রচেষ্টাই ভবিষ্যতে রাজ্যকে স্বনির্ভর করে তুলবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী।

অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের নির্বাচিত মৎস্যজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়। মাছ চাষে উৎসাহ জোগাতেই এই সংবর্ধনা দেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande