
আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : দৈনন্দিন জীবনে গ্রাহকদের স্বার্থ রক্ষা ও সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করতে সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন খাদ্য, জনসংবরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার আগরতলায় একটি হোটেলে “লজ অব লিগ্যাল মেট্রোলজি” বিষয়ক দুইদিনব্যাপী আলোচনাচক্রের উদ্বোধন করেন তিনি।
মন্ত্রী বলেন, দৈনন্দিন কেনাকাটায় সাধারণ মানুষ অনেক সময় সঠিক ওজন ও পরিমাপ থেকে বঞ্চিত হন। তাই আইন সম্পর্কে অবগত হওয়া এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। এধরনের কর্মসূচি ভোক্তা স্বার্থ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানটির আয়োজন করেছে দি কন্ট্রোলার অব লিগ্যাল মেট্রোলজি দফতর, কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক দফতরের সহযোগিতায়। সভায় স্বাগত ভাষণ দেন খাদ্য দফতরের সচিব দেবপ্রিয় বর্ধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভোক্তা ও লিগ্যাল মেট্রোলজি দফতরের অধিকর্তা আশুতোষ আগরওয়াল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগ্যাল মেট্রোলজির অধিকর্তা ড. রাজেশ্বর কুমার ও খাদ্য ও জনসংভরণ দফতরের অধিকর্তা সুমিত লোধ।
এদিনের আলোচনাচক্রে রাজ্যের বিভিন্ন মহকুমার মহকুমা শাসক, পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা মর্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান জুড়ে গ্রাহকবান্ধব নীতি ও আইনী কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ