পাহাড়ে উত্তেজনা, তিপ্রা মথা–বিজেপি সংঘর্ষে মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা
আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : এডিসি নির্বাচনের আগে পাহাড়জুড়ে ক্ষমতা দখলের লড়াই তীব্র হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর অভিযোগ, কমিউনিস্ট শাসিত রাজ্যগুলির মত হিংসার রাজনীতি যেন ত্রিপুরায় কেউ না করে। গত মঙ্গল
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : এডিসি নির্বাচনের আগে পাহাড়জুড়ে ক্ষমতা দখলের লড়াই তীব্র হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর অভিযোগ, কমিউনিস্ট শাসিত রাজ্যগুলির মত হিংসার রাজনীতি যেন ত্রিপুরায় কেউ না করে।

গত মঙ্গলবার টাকারজলা কেন্দ্রে এক যোগদান সভা শেষে বাড়ি ফেরার পথে বিজেপি ও তিপ্রা মথার কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই ঘটনার রেশ গড়ায় জম্পুইজলা ও এডিসির সদর দফতর খুমুলুঙে। ফলে দুই এলাকাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে পুলিশ প্রশাসন।

রবীন্দ্রভবনে শিক্ষা দফতরের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, “ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও কেরলে যেখানে কমিউনিস্টরা শাসন করেছে, সেখানেই হিংসা দেখা গেছে। কেউ যেন এ ধরনের রাজনীতি না করেন।”

তিপ্রা মথার নাম না করেই তিনি আরও বলেন, “রাজনীতি সকলের অধিকার। কিন্তু হিংসার পথ গ্রহণ করলে জনগণ তা মেনে নেবে না। সময় আছে, পথ বদলানো উচিত।”

সরকারের শরিক দলের এমন আচরণে কার্যত ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সরকারের পক্ষে হিংসার রাজনীতি মেনে নেওয়া সম্ভব নয়।

এদিকে সংঘর্ষের জেরে জম্পুইজলা ও খুমুলুঙে সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande