সময়ের সঙ্গে সঙ্গে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, শ্রমবিধি প্রসঙ্গে দিলীপ
কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): নতুন চার শ্রমবিধি কার্যকর করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শুক্রবার থেকেই চার শ্রমবিধি কার্যকর হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দেশে উল্লেখয
দিলীপ ঘোষ


কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): নতুন চার শ্রমবিধি কার্যকর করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শুক্রবার থেকেই চার শ্রমবিধি কার্যকর হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এদিন সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। পরিকল্পনা কমিশনেও পরিবর্তন এসেছে। ব্রিটিশ আমলের অনেক আইন, যেমন ভারতীয় ন্যায় সংহিতা, সংশোধন করা হয়েছে এবং আরও সংশোধন করা উচিত। এই ধরণের পরিবর্তন প্রতিটি ক্ষেত্রেই ঘটছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন সর্বত্রই হওয়া উচিত।

দুবাই এয়ার শো চলাকালীন ভারতীয় বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, হ্যাঁ, একটি দুর্ঘটনা ঘটেছে। এটি কারিগরি ত্রুটি নাকি পাইলটের ত্রুটি তা জানা যায়নি। এটি তদন্ত করা উচিত কারণ বিশ্বব্যাপী তেজসের চাহিদা বাড়ছে। তাই যদি কোনও ভুল থাকে, তাহলে তা সংশোধন করা উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande