আলমোরায় স্কুলের কাছে উদ্ধার জিলেটিন স্টিক, তদন্তে পুলিশ
আলমোরা, ২২ নভেম্বর (হি.স.): শুক্রবার উত্তরাখণ্ডের আলমোরাতে একটি স্কুলের সামনে থেকে ১৬১টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। এই প্যাকেটগুলিতে জিলেটিক স্টিক ঠিক বলে জানতে পেরেছে পুলিশ। সেগুলো পরীক্ষা করে দেখা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলের কাছে
আলমোরায় স্কুলের কাছে উদ্ধার জিলেটিন স্টিক, তদন্তে পুলিশ


আলমোরা, ২২ নভেম্বর (হি.স.): শুক্রবার উত্তরাখণ্ডের আলমোরাতে একটি স্কুলের সামনে থেকে ১৬১টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। এই প্যাকেটগুলিতে জিলেটিক স্টিক ঠিক বলে জানতে পেরেছে পুলিশ। সেগুলো পরীক্ষা করে দেখা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্কুলের কাছে জিলেটিল স্টিক উদ্ধারের বিষয়ে আলমোরার এসএসপি দেবেন্দ্র পিঞ্চা শনিবার সকালে বলেন, ডাবরা গ্রামে স্কুলের কাছে ঝোপের মধ্যে প্রায় ১৬১টি জিলেটিন স্টিক পাওয়া গেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ও বম্ব ডিসপোজাল স্কোয়াড দলকেও ডাকা হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড তদন্ত চালিয়ে পুরো এলাকা তল্লাশি করেছে। সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণত পাথর ভাঙার জন্য রাস্তা নির্মাণে জিলেটিন স্টিক ব্যবহার করা হয়। তবে, সেগুলি কোথা থেকে এসেছে তা নির্ধারণের জন্য তদন্ত চলছে। এই বিষয়টি তদন্তের জন্য চারটি দল গঠন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande