ভোটব্যাঙ্কের জন্য তাঁরা যে কোনও পর্যায়ে যেতে পারে, হুমায়ুনকে তোপ পুনাওয়ালার
নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর কথায়, ভোটব্যাঙ্কের জন্য তাঁরা যে কোনও পর্যায়ে যেতে পারে। শনিবার শেহজাদ বলেন, এটাই তৃ
শেহজাদ পুনাওয়ালা


নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর কথায়, ভোটব্যাঙ্কের জন্য তাঁরা যে কোনও পর্যায়ে যেতে পারে। শনিবার শেহজাদ বলেন, এটাই তৃণমূলের সর্বোচ্চ তোষণের রাজনীতি। তৃণমূল কংগ্রেসের এখন অর্থ 'তুষ্টি করণ মুঝে চাহিয়ে'। এই বিতর্কিত হুমায়ুন কবির, যিনি বলছেন তিনি হিন্দুদের কেটে ভাগীরথের জলে ফেলে দেবেন, এখন তিনি আরও একটি বিতর্কিত মন্তব্য করছেন, কারণ তাদের দৃষ্টিভঙ্গি হল, 'হিন্দুদের গালি দাও আর ভোট ব্যাঙ্ক কি তালি নাও।' তারাই সেইসব লোক যারা 'জয় শ্রী রাম', রাম মন্দিরের বিরোধিতা করে, যারা 'মা সীতা', 'মা দুর্গা', 'মা কালী'-এর অপমান করেছে এবং বলে যে সনাতনকে নির্মূল করা উচিত। এরা সেইসব লোক যারা ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য যে কোনও সীমা পর্যন্ত যেতে পারে, তা সে ওয়াকফ, সিএএ, এসআইআর, অথবা এই ধরণের কাজ করা হোক না কেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande