ডিসেম্বরের শুরুতেই তুষারপাতের পূর্বাভাস কাশ্মীরে, এখনই শীতে জবুথবু ভূস্বর্গ
শ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.): শীতের দাপট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকায়। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে নানা স্থানের তাপমাত্রা। এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীরে। আবহাওয়
আপাতত শুষ্ক আবহাওয়া, ৪-৫ নভেম্বর তুষারপাতের পূর্বাভাস জম্মু ও কাশ্মীরে


শ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.): শীতের দাপট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকায়। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে নানা স্থানের তাপমাত্রা। এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীরে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২-৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ে বিক্ষিপ্তভাবে তুষারপাত হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, ১ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের সর্বত্রই আবহাওয়া থাকবে শুষ্ক। ২-৩ ডিসেম্বর আবহাওয়া মূলত মেঘলা থাকবে। ওই সময়ের তুষারপাতের পর, ১০ ডিসেম্বর পর্যন্ত ফের শুষ্ক থাকবে উপত্যকা। আগামী কিছু দিন সকালের দিকে নানা স্থানে কুয়াশা দেখা দিতে পারে। এবার তাপমাত্রার পারদও নিম্নমুখী থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande