
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): রেলের হাওড়া বিভাগের ইসলামপাড়া হল্ট স্টেশনে ২২টি ইএমইউ লোকাল ট্রেনের অতিরিক্ত স্টপেজ অস্থায়ীভাবে অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩.১১.২০২৫ থেকে ২২.০৫.২০২৬ পর্যন্ত ৬ মাসের জন্য অস্থায়ীভাবে অব্যাহত থাকবে।
ট্রেনগুলো হল: • ৩৭৭৪৩, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩, ৩৭৭৫৭ এবং ৩৭৭৪৫ ব্যান্ডেল - কাটোয়া ইএমইউ লোকাল। • ৩৭৯২১, ৩৭৯২৭, ৩৭৯১৫ এবং ৩৭৯২৫ হাওড়া - কাটোয়া ইএমইউ লোকাল। • ৩৭৯১২, ৩৭৯১৪, ৩৭৯২৮, ৩৭৯২০ এবং ৩৭৯২৪ কাটোয়া – হাওড়া ইএমইউ লোকাল। • ৩৭৭৪২, ৩৭৭৪৪, ৩৭৭৪৮, ৩৭৭৫০ এবং ৩৭৭৪৬ কাটোয়া – ব্যান্ডেল ইএমইউ লোকাল। • ৩১১১২/ ৩১১১১ কাটোয়া – শিয়ালদহ – কাটোয়া ইএমইউ লোকাল।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত