
নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া শনিবার সকালে দিল্লিতে ঐক্য মার্চের সূচনা করেন। পতাকা নেড়ে ঐক্য মার্চের সূচনা করেন নাড্ডা ও মান্ডভিয়া।
এদিনের অনুষ্ঠানে নাড্ডা বলেন, আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী স্মরণে 'সর্দার ১৫০' উদযাপন করছি। এর সঙ্গে আরও কিছু অনুষ্ঠান যুক্ত করা হয়েছে। একই ধারাবাহিকতায়, আজ আমাদের 'গঙ্গা প্রবাহ যাত্রা'-র পতাকা উত্তোলন কর্মসূচি রয়েছে। সর্দার প্যাটেলের কথা বলতে গেলে, আমাদের মনে রাখতে হবে আমরা যখন আমাদের যুবসমাজকে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত'-এর দিকে দেশকে এগিয়ে নিয়ে যাব, তখন আমরা সর্দার প্যাটেলের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাব।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা