
কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া আপাতত শুষ্কই রয়েছে। নূন্যতম তাপমাত্রায় বিশেষ হেরফেরও হচ্ছে না। খুব বেশি তাপমাত্রা না নামলেও, রাতে ও ভোরে শীতের আমেজ অনুভূত হচ্ছে। শনিবার সকালেও শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা অপেক্ষাকৃত বেশি ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। রাতের তাপমাত্রা অধিকাংশ জেলায় স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। তবে রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১–২ ডিগ্রি কম রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় বড় কোনও তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। শহরে ন্যূনতম তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা স্বাভাবিক। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য (০.৫ ডিগ্রি) বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা