
হুগলি, ২৪ নভেম্বর (হি. স): চোর সন্দেহে এক তরুণকে পোস্টে বেঁধে রেখে গণধোলাই দিল উত্তেজিত জনতা। হুগলির চুঁচুড়ার মহেশতলা এলাকায় সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই চুরি হচ্ছিল এলাকায়। সোমবার ভোর রাতে ওই তরুণ একটি বাড়িতে ঢোকে। তালাবন্ধ সেই বাড়িতে বর্তমানে কেউ থাকেনা। বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢোকে অভিযুক্ত। অভিযোগ, সেখানেই একটি আলমারি ভাঙে সে। আলমারি ভাঙার শব্দ পান প্রতিবেশিরা। দ্রুত ওই বাড়িতে পৌঁছান তাঁরা। প্রতিবেশিরা আসতেই লুকিয়ে পড়ে অভিযুক্ত। স্থানীয় মানুষের অনুমান, তাঁর সঙ্গে আরও কেউ ছিলো ওই বাড়িতে। ধৃত তরুণের পকেট থেকে কিছু টাকা, চুরি এবং পলা উদ্ধার হয়। ফাঁকা বাড়িতে অভিযুক্তকে খুঁজে পেয়ে এলাকার বাসিন্দারা তাকে মারধর করে বলে জানা গিয়েছে। ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে।
চুঁচুড়া থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। কী কারণে সে ওই এলাকায় ঢুকেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মহেশতলার বাসিন্দারা এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি