তামিলনাড়ুতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৬, আহত অন্তত ৩০
মাদুরাই, ২৪ নভেম্বর (হি.স.): তামিলনাড়ুতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। আহতের সংখ্যা ৩০ এর বেশি। সোমবার সকালে একটি বেসরকারি বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল। আরেকটি বাস আসছিল তেনকাসি থেকে কোভিলপট্টির উদ্দেশে। তেনকাসির কাছেই বে
তামিলনাড়ুতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৬, আহত ৩০


মাদুরাই, ২৪ নভেম্বর (হি.স.): তামিলনাড়ুতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। আহতের সংখ্যা ৩০ এর বেশি। সোমবার সকালে একটি বেসরকারি বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল। আরেকটি বাস আসছিল তেনকাসি থেকে কোভিলপট্টির উদ্দেশে। তেনকাসির কাছেই বেসরকারি বাসটি অন্য বাসটিকে ধাক্কা মারে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে পৌঁছয় দমকলকর্মীরাও। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অনেকের হাত, পা এবং মাথা ফেটেছে। দুর্ঘটনার সময় দুটি বাসে কমপক্ষে ৫৫ জন যাত্রী ছিলেন।সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, বাস দুটিও দুমড়ে মুচড়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande