উদয়পুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কংগ্রেস সংখ্যালঘু সেলের ডেপুটেশন
উদয়পুর (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুর মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তুলে রাধা কিশোরপুর থানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতৃবৃন্দ। কংগ্রেস নেতা মুসলেম মিয়া, রসুন মিয়া, আজাদ হো
কংগ্রেসের ডেপুটেশন


উদয়পুর (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুর মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তুলে রাধা কিশোরপুর থানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতৃবৃন্দ। কংগ্রেস নেতা মুসলেম মিয়া, রসুন মিয়া, আজাদ হোসেনসহ দলের এক প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের কাছে ডেপুটেশন জমা দেন।

অভিযোগ, সমাজবিরোধীরা লাগামহীনভাবে সন্ত্রাস সৃষ্টি করছে। বিশেষত কাঁকড়াবন এলাকায় এক ব্যবসায়ীর উপর অত্যাচারের লিখিত অভিযোগ থানায় দেওয়া হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি মহকুমাজুড়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে চললেও পুলিশ কোনও কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলে দাবি তাদের।

প্রতিনিধি দল আরও অভিযোগ করে, বিভিন্ন গ্রামীণ বাজার ও অলিগলিতে নেশা সামগ্রীর ব্যবহার বাড়ছে। শাসক দলের আশ্রয়-প্রশ্রয়ে বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, অথচ থানার ভূমিকায় আস্থার সংকট তৈরি হয়েছে। ডেপুটেশন গ্রহণের পর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন মহকুমা পুলিশ আধিকারিক।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande