
কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): পুলিশের অনুমতি ছিল রামলীলা ময়দান অবধি মিছিল করার। সেই অনুযায়ী সোমবার বেলা ১টা নাগাদ মিছিল বের হয় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে। কিন্তু আচমকাই মত বদল করেন ২০২৫ এসএলএসটি-র নতুন চাকরিপ্রার্থীরা। তাঁরা সোজা এগিয়ে যান এসএন ব্যানার্জি রোডের দিকে। তালতলার মোড়ে পৌঁছয় বিক্ষোভ মিছিল।
নতুন চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। তাঁদের মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলার দিকে। বাধা পেয়ে মাঝপথেই রুট বদলে ফেলেন চাকরিপ্রার্থীরা। প্রথমে তাঁদের রামলীলা ময়দানে যাওয়ার কথা ছিল। পুলিশ প্রশাসনের কাছে তেমনটাই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই মোতাবেক প্রস্তুত ছিল পুলিশ। কিন্তু মাঝে বাধা পেয়ে হঠাৎ করেই রুট বদলে ফেলেন আন্দোলনকারীরা। এসএন ব্যানার্জি রোড ধরে এগোতে থাকেন তাঁরা। কিন্তু তাঁদের মিছিল আটকাতে পর্যাপ্ত পুলিশ ছিল না। ফলে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
মিছিল থেকে অভিযোগ ওঠে, অভিজ্ঞদের ১০ নম্বর দেওয়ার জন্য তাদের চাকরি চুরি হয়েছে। তাঁরা পিছিয়ে পড়ছেন। বেশ কিছু বিষয়ে ৬০-এর মধ্যে ৬০ পেয়েও তাঁরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। কিছু চাকরিপ্রার্থীকে দেখা যায়, থালা হাতে বেরিয়েছেন। তাঁদের অভিযোগ, নতুন চাকরিপ্রার্থীদের প্রতি এরকম অবিচার হলে তাঁদের ভিক্ষা করতে হবে। তাই তাঁরা থালা হাতে ধরেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ